আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছে। জেলেনস্কি জানিয়েছেন, পুতিন মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং সেখানে উপস্থিত সবাইকে ছবি দেখাতে আগ্রহী ছিলেন। তিনি মন্তব্য করেছেন, ১৫ আগস্টের ওই বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়া হতাশাজনক ছিল।
তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ‘সঠিক পদক্ষেপ’ এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর প্রয়োজন আছে। জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশকেও সমালোচনা করেছেন, যারা এখনও রাশিয়ার জ্বালানি কিনছে। তিনি বলেন, “আমাদের রাশিয়া থেকে যেকোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে।”
পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে জেলেনস্কি জানিয়েছেন, তিনি যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া যেতে রাজি নন। তবে তিনি প্রস্তাব দিয়েছেন, পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। তিনি স্বীকার করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে রাখায় এটি কার্যত সম্ভব নয়।
জেলেনস্কি সতর্ক করেছেন, পুতিনকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠকের জন্য তিনি প্রস্তুত, তবে এটি রাশিয়ায় হওয়ার কথা নয় এবং পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিকভাবে খেলায় লিপ্ত।
সূত্র: আল জাজিরা, এবিসি নিউজ