আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের ঘনিষ্ঠ মহল কিংবা তাদের সহযোগীদের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা বা গোপন আঁতাত নেই।
বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর ভাষায়, যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে তাদের কর্মকাণ্ডে শক্তি জুগিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে। জনগণও তাদের সম্পর্কে সতর্ক আছে।
তিনি অভিযোগ করেন, সরকারের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগের সহযোগীরা বিদেশের মাটিতে নানা কার্যক্রম চালাচ্ছে। তার মতে, অন্তর্বর্তী সরকারের সঠিক উদ্যোগ থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার হলেও কমিশন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। জনগণের চোখে দুদক এখন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সাম্প্রতিক নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার গুঞ্জন প্রসঙ্গে রিজভী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তৃণমূলকে সুসংগঠিত করতে হবে, যাতে জনগণ ধানের শীষকে বেছে নেয়।