
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: শহীদ আবরার ফাহাদের স্মৃতি দিবস উপলক্ষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কেঁদে কেঁদে দোয়া করেছেন আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য। মঙ্গলবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি দুই হাত তুলে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন।
ওসমান হাদি বলেন,
“আল্লাহ, আওয়ামী লীগের যে ভাই-বোনরা গণহত্যায় অংশগ্রহণ করেনি, তাদের অন্তরে সত্য প্রকাশ করুন। তাদের বোঝার সুযোগ দিন যে আবরার ভাই ও তার আদর্শ আমাদের সকলের ভাই ও সন্তান।
তিনি শহীদ আবরারের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন এবং শান্তিপ্রিয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।
এদিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে পলাশী গোল চত্বরে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), যার ব্যয় হয়েছে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।
প্রকল্পের অংশ হিসেবে নির্মিত আট স্তম্ভ প্রতিটি গুরুত্বপূর্ণ নীতি ও মূল্যবোধের প্রতীক:
সার্বভৌমত্ব
গণতন্ত্র
গণপ্রতিরক্ষা
সাম্প্রদায়িক সম্প্রীতি
অর্থনৈতিক স্বনির্ভরতা
দেশীয় শিল্প, কৃষি, নদী-বন-বন্দর রক্ষা
সাংস্কৃতিক স্বাধীনতা
মানবিক মর্যাদা
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
“আট স্তম্ভের অবয়বের চেয়ে লিখিত নীতি ও মূল্যবোধের বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের ছোট উদ্যোগও রাজনৈতিক সচেতনতা ও স্বাধীনতা বৃদ্ধি করে।



























