
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) সিনেটর খুররম জিশান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
সিনেটর খুররম জানিয়েছেন, সরকারের ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভয় ও শঙ্কা তৈরি হয়েছে, তাই তাঁকে আইসোলেশনে রাখা হচ্ছে এবং ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। এর উদ্দেশ্য হিসেবে, তাকে পাকিস্তান ত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
এই মন্তব্যের আগে আফগানিস্তান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গুজব, যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পারেননি, যা গুজবকে আরও তীব্র করেছে।
খুররম জিশান এএনআইকে বলেছেন, “প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এবং দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তাঁকে জোর করে কিছু করতে চাইছে সরকার।”
তাঁর কথায়, কয়েকদিন ধরে নিশ্চিত করা হয়েছে, ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে নিরাপদভাবে রয়েছেন।
সিনেটর খুররম আরও জানিয়েছেন, সরকার তাকে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছে, এমনকি বিদেশে গেলে এবং নিরিবিলি থাকলে তাকে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে খুররম জিশান জানিয়েছেন, ইমরান খান কখনোই এমন চুক্তিতে রাজি হবেন না।



























