আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান অস্থিরতার মধ্যে সরকারপন্থি জনগণ দেশজুড়ে পাল্টা বিক্ষোভ ও সমাবেশ শুরু করেছেন। বিদেশি মদদপুষ্ট দাঙ্গা ও সহিংসতার বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। কিছু প্রদেশে সকাল থেকেই সমাবেশ শুরু হলেও রাজধানী তেহরানসহ অধিকাংশ এলাকায় দুপুরের দিকে বড় জমায়েতের আয়োজন করা হয়।
গত ২৮ ডিসেম্বর ইরানি মুদ্রা রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামেন। পরবর্তী সময়ে সেই আন্দোলন সরকারবিরোধী রূপ নেয়। তবে ইরান সরকার দাবি করছে, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে তা সহিংসতায় পরিণত হয়েছে।
তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতার পেছনে বিদেশি শক্তির ভূমিকা রয়েছে এবং দাঙ্গা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে সরকার স্বীকার করেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট নিয়ে জনগণের অসন্তোষ বাস্তব এবং তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইরান সরকার আরও জানিয়েছে, মুদ্রার মান কমে যাওয়া ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপে বড় ভূমিকা রেখেছে মার্কিন নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে দেশটির ভেতরে স্থিতিশীলতা বজায় রাখা এবং সহিংসতা ঠেকাতেই সরকারপন্থিদের পাল্টা কর্মসূচি চলছে।