
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় সাত লক্ষ বছর নিস্তেজ থাকার পর ইরানের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত তাফতান আগ্নেয়গিরিতে সক্রিয় হওয়ার নতুন চিহ্ন দেখা গেছে। ভূতত্ত্ববিদদের পর্যবেক্ষণে দেখা গেছে, আগ্নেয়গিরিটির চূড়ার কাছাকাছি ভূমি হঠাৎ করে উঁচু হতে শুরু করেছে, এটি আগ্নেয়গিরি সক্রিয় হওয়ার প্রাক-চেতাবনি সংকেত বলে বিবেচিত হচ্ছে।
গবেষণা বলছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তাফতানের একটি অংশ প্রায় ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি) উপরে উঠেছে। এই তথ্য স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল-এর আগ্নেয়গিরিবিদ ড. পাবলো গনজালেজ ও তাঁর দল জানিয়েছেন। তারা বলছেন, আগ্নেয়গিরিটির নিচে হয়তো গ্যাস বা ম্যাগমার চাপ ধীরে ধীরে বাড়ছে।
ড. গনজালেজ বলেন, আগ্নেয়গিরিটিকে এখন মরে যাওয়া বলা ঠিক নয়, এটি এখনো ঘুমিয়ে আছে, কিন্তু জাগরুক হওয়ার পথে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এ বিষয়টি আতঙ্ক তৈরি করার জন্য নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে পর্যবেক্ষণ ও প্রস্তুতির আহ্বান।
২০২০ সালে ইউরোপীয় স্পেস এজেন্সির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছিলেন গবেষক মোহাম্মদ হোসেইন মোহাম্মদনিয়া। তিনি নিশ্চিত করেছেন ভূমির ওপরে ওঠা এই চল আচরণ ভূমিকম্প বা সাধারণ বৃষ্টিপাতের কারণে নয়।
উল্লেখ্য, তাফতান আগ্নেয়গিরি প্রায় ১২,৯২৭ ফুট (৩,৯৪০ মিটার) উচ্চতায় অবস্থিত এবং এটি মাক্রান মহাদেশীয় আগ্নেয় বলয়ের একমাত্র সক্রিয় অংশ। এর শেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ৭ লক্ষ বছর আগে বলে অনুমান করা হয়।
বৈশ্বিক আগ্নেয়গিরির সক্রিয়তা ও ভূ-আঞ্চলিক বিপরীতপ্রভাবের প্রেক্ষিতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক ভূতত্ত্ব সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।































