আওয়ার টাইমস নিউজ ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি আবারও হামলা করা হয়, তবে তা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” পাশাপাশি তিনি গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তি ঘটানোর হুমকিকেও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন।
জাখারোভা বলেন, এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিকেও ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অংশীদারদের ভয় দেখানোর প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।”
তিনি আরও জানান, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ কৃত্রিমভাবে উসকে দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ক্রমে স্থিতিশীল হওয়ার দিকে এগোচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
একই সময়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, বিক্ষোভকারীরা তাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন এবং হত্যাকারী ও নির্যাতনকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন। তিনি এ পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠকও স্থগিত করেছেন।
সূত্র: বিবিসি