আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইলিশের ভরা মৌসুমে জেলেদের মুখে হাসি থাকার কথা থাকলেও এবারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, তার উপর সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। ফলে উপজেলার প্রায় ৫০ হাজার জেলে পরিবার ও শত শত মৎস্য ব্যবসায়ী চরম বিপাকে পড়েছেন।
জেলেরা অভিযোগ করছেন, মৌসুমে যখন সামান্য ইলিশ জালে ধরা পড়তে শুরু করেছে তখনই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় তারা খালি হাতে ফিরছেন। কিস্তি, ঋণ ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক জেলে জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছায় না। তাই পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন তারা। একই সঙ্গে জেলেরা সরকারের কাছে নিষেধাজ্ঞার সময় পরিবর্তনের দাবি তুলেছেন।
অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, ইলিশ ধরা পড়া শুরু করার সময়েই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় তাদের ক্ষতি হচ্ছে ব্যাপক। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, তবে এবার ৩ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। কেন এ পরিবর্তন, তা তারা বুঝতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আখতার জানান, নদীর আবহাওয়ার পরিবর্তনে ইলিশের প্রজননে প্রভাব পড়েছে। মা ইলিশ রক্ষা করা গেলে আগামীতে ভালো ফল মিলবে। তাই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চলবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে।