আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জেরুজালেমে সম্প্রতি বাস হামলার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষকে “মানচিত্র থেকে মুছে ফেলার” আহ্বান জানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন, হামলায় জড়িত সন্দেহভাজনদের গ্রামের ওপর প্রতিশোধমূলক হামলা চালানো উচিত।
সোমবার কাতারভিত্তিক আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্মোট্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জেরুজালেমে “ভয়াবহ এবং মারাত্মক” হামলার নিন্দা জানিয়েছেন। ইসরাইলি কর্মকর্তাদের মতে, হামলায় দখলকৃত পশ্চিম তীরের কিছু ফিলিস্তিনি অংশ নিয়েছে।
স্মোট্রিচ বলেছেন, “ইসরাইল রাষ্ট্র এমন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মেনে নিতে পারে না যারা তাদের সন্তানদের ইহুদিদের হত্যা করতে উৎসাহ দেয় এবং সেইভাবে শিক্ষিত করে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। যেসব গ্রাম থেকে হামলাকারীরা এসেছে, সেগুলো যেন গাজার বিধ্বস্ত শহর রাফাহ ও বেইত হানুনের মতো ধ্বংসপ্রাপ্ত চেহারা ধারণ করে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য ইসরাইলের রাজনৈতিক উগ্রপন্থাকে প্রতিফলিত করছে। পশ্চিম তীর ও গাজায় ইতিমধ্যেই উত্তেজনা তীব্র হয়ে উঠেছে, এবং এ ধরনের আহ্বান পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স