আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা ও কর্মীদের বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একটি ব্যতীত সব জাহাজ ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত যাত্রীরা সুস্থ ও নিরাপদে আছেন এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে।
মন্ত্রণালয় দাবি করেছে, ‘হামাস-সুমুদ উসকানি’ হিসেবে চিহ্নিত নৌবহরের কোনো জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। সমস্ত যাত্রী নিরাপদে ইসরায়েলের বন্দরে আনা হয়েছে। একটি নৌযান এখনও সমুদ্রে দূরত্বে অবস্থান করছে। যদি এটি এগিয়ে এসে যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকিং অনুযায়ী, নৌবহরে মোট ৪৪টি জাহাজ ছিল। এই বহরে ছিলেন সুইডেনের পরিবেশ ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসসহ আন্তর্জাতিকভাবে পরিচিত আরও অনেকে।
ইসরায়েলি নৌবাহিনী কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে এই নৌবহরের নৌযানগুলো আটক করেছে। আটককৃতদের নিরাপদে বন্দরে আনার পর ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র: আল জাজিরা