আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “এ পরিস্থিতি আর উপেক্ষা করার মতো নয়, মুসলিম দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরাইল কাতারের রাজধানী দোহায় হামলা চালায়। ওই ঘটনায় হামাসের পাঁচ সদস্য নিহত হন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য প্রাণ হারান। হামলার ঘটনায় কাতারে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিহতদের জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
শাহবাজ শরিফ এ হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি হামলাকে “জঘন্য ও অমানবিক” বলে নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, পাকিস্তান সব পরিস্থিতিতে কাতারের পাশে থাকবে এবং অন্যায় উসকানি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
কাতারের গাজা শান্তি উদ্যোগের প্রশংসা করে শরিফ বলেন, “ইসরাইলের এসব আগ্রাসী পদক্ষেপের উদ্দেশ্য হলো পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, কাতারের অনুরোধে ইসলামাবাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক সম্মেলনে পাকিস্তান ওআইসি কাঠামোর অধীনে সহ-আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
দুই দেশের নেতারা বৈঠকে আঞ্চলিক শান্তি, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের বিষয়ে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি