আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানি বিচার বিভাগ জানায়, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার (৬ আগস্ট) দণ্ডপ্রাপ্ত রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রুজবেহ ভাদি নামের এই ব্যক্তি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সময় নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষের কাছে সরবরাহ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন।
বিচারিক কার্যক্রম শেষে সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর রায় কার্যকর করা হয়। তবে ইরানি কর্তৃপক্ষ তার বিস্তারিত পরিচয়, কিংবা এই মামলায় অন্য কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে কিছু জানায়নি।
সম্প্রতি ইরান গুপ্তচরবৃত্তির শাস্তি আরও কঠোর করে নতুন আইন পাস করেছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কেউ যদি শত্রুরাষ্ট্র বা তাদের সহযোগীদের জন্য গোয়েন্দা কাজে জড়িত থাকেন, তবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। এ ছাড়া মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা গেলেও, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে ১০ দিনের মধ্যেই।
এই নতুন আইন নিয়ে দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত এই আইনের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল