আওয়ার টাইমস নিউজ।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অন্তর্ভুক্ত রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মামুনুল হক বলেন, আসন সমঝোতার বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধভাবেই চূড়ান্ত অবস্থান জানানো সম্ভব হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে যে ঐক্যের ভিত্তিতে যাত্রা শুরু হয়েছিল, সেই ঐক্য বজায় রেখেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণায় ইসলামী আন্দোলনকে যথাযথভাবে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সংবাদ সম্মেলনে দেওয়া হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসলামী আন্দোলনকে অন্তর্ভুক্ত রেখেই সমঝোতার ঘোষণা আসবে।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, জোটের মধ্যে কোনো সংকট নেই। আলোচনার সময় কিছু মতভিন্নতা থাকলেও তা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।