আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য নয়; বরং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু সংস্কার ও বিচারকে উপেক্ষা করে শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক ব্যবস্থায় দেশ আবারও পুরোনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
চরমোনাই পীর দাবি করেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। তারা জালিয়াতিপূর্ণ নির্বাচনে অংশ নিয়ে স্বৈরতান্ত্রিক শাসনকে বৈধতা দিয়েছে। তাই জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের সব দোসরদের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে। একই সঙ্গে জুলাই সনদ আইনি ভিত্তি পেতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
দাবি আদায়ে ইসলামী আন্দোলন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে—
১. ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২. ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ।
৩. ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।
চরমোনাই পীর স্পষ্ট করে বলেন, আমাদের এই অবস্থান কোনো দলের বিরুদ্ধে নয়; বরং জুলাইয়ের শহীদদের রক্ত ও ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ আন্দোলন চালিয়ে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি ধারাবাহিকভাবে আরও কঠোর করা হবে।