আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ফের ভয়াবহ দিন পার করল ফিলিস্তিনিরা। বুধবার (৩০ জুলাই) ইসরায়েলি বিমান বাহিনীর সারাদিনব্যাপী টানা হামলায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন, আহত হয়েছেন আরও ৩৯৯ জনের বেশি। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, এই একদিনের রক্তপাতেই গাজার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৬ হাজার ২০০ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলি বাহিনী যে সামরিক অভিযান শুরু করে, তা এখন পর্যন্ত কোনো স্থায়ী বিরতি পায়নি। হামাসের সেই হামলায় ইসরায়েলের ভেতরে ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। এরপরই ‘জবাবি হামলার’ অংশ হিসেবে গাজা যেন পরিণত হয় ধ্বংসস্তূপে। গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা টিকেছিল মাত্র দুই মাস। ১৮ মার্চ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফা অভিযান, যেখানে আরও প্রায় ৮ হাজার ৯৭০ জন নিহত হন এবং আহত হন ৩৪ হাজার ২২৮ জনের বেশি মানুষ।
যাদেরকে হামাস প্রথমে জিম্মি করেছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করছে আইডিএফ। সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই উদ্ধার অভিযানই যেন আরও প্রাণহানি ডেকে আনছে সাধারণ ফিলিস্তিনিদের জন্য।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা উপেক্ষা করে চলেছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের হয়েছে, এবং বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে এই যুদ্ধের অমানবিক পরিণতির বিরুদ্ধে।
Source: Anadolu Agency, UN OCHA