
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোট পালনের অজুহাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার সকাল থেকে মসজিদের সব প্রবেশদ্বার ও সংলগ্ন সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়।
পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বিশ্বাস করা হয়, এখানে মহান নবী হজরত ইব্রাহিম (আ.), ইসহাক (আ.), ইয়াকুব (আ.), ইউসুফ (আ.) এবং তাদের স্ত্রীদের কবর রয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি প্রশাসন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। হেবরনের ধর্মীয় বিষয়ক কর্মকর্তা আমজাদ কারাজেহ এক বিবৃতিতে বলেন,
“ইব্রাহিমি মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা শুধু ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন নয়, এটি মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা।”
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি সেনারা হেবরনের বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট বসিয়ে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। এমনকি অনেক শিক্ষার্থীও স্কুলে যেতে পারেনি। এলাকাজুড়ে অঘোষিত কারফিউয়ের পরিবেশ বিরাজ করছে।
এদিকে, ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভির নিষেধাজ্ঞা অমান্য করে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেন এবং দাবি করেন, “আল-আকসা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে।”
তার এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা এক বিবৃতিতে বলেছে, “এটি মুসলমানদের অন্যতম পবিত্র স্থানের প্রতি গুরুতর উসকানি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন।”



























