আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসার সামনে শনিবার দুপুর থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য অঘটন এড়াতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই গুরুতর আহত হন।
এর পরিপ্রেক্ষিতে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’র ব্যানারে শনিবার বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে। সেখানে হামলাকারীদের শাস্তি ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও তোলা হয়।
এই প্রেক্ষাপটেই জি এম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
cgt