
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং পুলিশের উপর হামলার পরিকল্পনার অভিযোগে ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফি (৫৫) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উত্তরা এলাকায় শিক্ষার্থীরা যখন দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছিল, তখন তিনি উস্কানিমূলক কার্যক্রমে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠে। স্থানীয় ছাত্রজনতা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, আটক রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। গত বছর গণঅভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, রাফির নামে ফেনী মডেল থানায় মামলা আছে এবং ঢাকায়ও নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, রাজধানীর মামলার পাশাপাশি ফেনীর মামলায়ও তাকে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনায় গড়ে ওঠা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে তিনি নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, যাতে ছাত্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত হয়।





























