আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রংপুরে এক কর্মশালায় ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন মিলনায়তনের বড় এলইডি স্ক্রিনে হঠাৎ করেই ভেসে ওঠে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
রোববার দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উদ্যোগে বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উপস্থিত সবাই মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পড়েন। সাংবাদিকরা প্রশ্ন তুললে অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
প্রতিক্রিয়ায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এত রক্তের বিনিময়ে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। অথচ এখনো যদি এই ধরনের ছবি প্রকাশ্যে আসে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদের রূপ ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায়। যেখানে আমরা তা লক্ষ্য করি, সেখানে ব্যবস্থা নেই।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। তবে এখনো কোনো তদন্তের ঘোষণা আসেনি।