আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের মাধ্যমে ঘোষিত মৌলিক সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের আপস হবে না। এ প্রক্রিয়ায় উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ— কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম লিখেছেন, জুলাই সনদে জনগণের পক্ষে যে সংস্কারমূলক প্রস্তাবনা গৃহীত হয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। এর বাইরে অন্য কোনো আলোচনার সুযোগ নেই। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হওয়ার পরেই অন্যান্য আলাপ-আলোচনা শুরু হতে পারে।
তিনি আরও বলেন, যে-ই এই সনদের বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়াবে, জনগণের সামনে তাদের আসল চেহারা উন্মোচিত হবে। কোনো ষড়যন্ত্র, গোপন কার্যক্রম বা রাজনৈতিক চাল জনগণের চোখ এড়িয়ে থাকবে না। তিনি সতর্ক করে বলেন, এখন আর পালিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা যেমন জীবন নিয়ে পালাতে বাধ্য হয়েছেন, অন্যদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে। জনগণ অতীতের মতো উদার থাকবে না, প্রতিটি বিশ্বাসঘাতককে জনগণ কঠোরভাবে জবাব দেবে।
সারজিস আলম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, দেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যারা নিজেদের স্বার্থে বা ক্ষমতার লোভে জনগণের পিঠে ছুরি মারতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তার এই বক্তব্যে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, এনসিপি ধীরে ধীরে তাদের অবস্থান আরও স্পষ্ট করছে এবং শিগগিরই বড় কোনো পদক্ষেপ নিতে পারে।