
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না জনগণ। যদি নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তার পরিণতিও আগের মতোই হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে আয়োজিত এক নির্বাচনি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে এসব কথা বলেন জামায়াত আমির।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না। দেশে যদি ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকত, তাহলে দুর্নীতি ও অর্থ পাচারের মতো ঘটনা ঘটত না। তিনি অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও রেহাই পাননি।
তিনি বলেন, এবার জনগণ গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। এ সময় তিনি ১০ দলীয় জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।
ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই এলাকায় মানসম্মত সরকারি হাসপাতালের অভাব রয়েছে, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করা এবং অবকাঠামোগত সংকট নিরসনে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত কোনো ধরনের চাঁদাবাজিতে জড়াবে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং জনগণের রায়ে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করা হবে।
সমাবেশে ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা না রাখলে জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।
সমাবেশে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























