আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) আহারোন হালিভার একটি অডিও ফাঁস করেছে দেশটির সংবাদমাধ্যম। সেখানে তাকে বলতে শোনা যায়, ৭ অক্টোবর হামলায় যে কজন ইসরায়েলি নিহত হয়েছে, তাদের প্রত্যেকের বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনির মৃত্যু হওয়া দরকার।
তিনি আরও দাবি করেন, ফিলিস্তিনিদের আবারও গণ বাস্তুচ্যুতির মুখোমুখি হতে হবে এবং ইসরায়েলিদের প্রাণহানির মূল্য তাদের বুঝতে হবে। ১৯৪৮ সালের নাকবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই অভিজ্ঞতা ফিলিস্তিনিদের আবারও অনুভব করা উচিত।
এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ বিশেষজ্ঞদের মতে, বেসামরিক মানুষকে লক্ষ্য করে এ ধরনের প্রতিশোধ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন এবং গণহত্যার ইঙ্গিত বহন করে।