
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল রাজনীতির নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়াতে ইসলামীও নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধন নিয়েছে। তাহলে তাদের ভোট দিলে একজন ভোটার জান্নাতে যাবে, এমন দাবি অমূলক ও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার শামিল।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত ওলামাদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার খোকন বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। একজন মানুষের পরিণতি তার ইমান ও আমলের ওপর নির্ভর করে। পরকালে আল্লাহ তায়ালা নিজেই ঠিক করবেন কে জান্নাতে যাবে, কে নয়। কোনো রাজনৈতিক দলের পক্ষে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা নেই। তাই এসব ভ্রান্ত ধারণা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে দীর্ঘ ২৭ বছর ধরে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এখন হঠাৎ মোনাফিকের মতো আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্বৈরাচারী সরকারের নেতাদের বিচারের কথা বলছেন, তখন জামায়াত নেতারা উল্টোপাল্টা মন্তব্য করছেন, যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের পরিপন্থী।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শরাফত উল্লাহ। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু ও আনিছ আহমেদ হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





























