আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনী একদিনে ইউক্রেনে ৮০৫টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলা শুরু হয়েছিল শনিবার রাত থেকে এবং রবিবার ভোর পর্যন্ত চলেছে।
এই হামলায় কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তার দুই মাস বয়সী শিশু নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা। বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তাদের ইউনিট ৮১৮টি আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৪৭টি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সবশেষ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানেছে। ধ্বংস করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো আটটি স্থানে পড়েছে।
হামলার প্রভাব পড়েছে কিয়েভ, ক্রিভি রিহ, দিনিপ্রো, ক্রেমেনচুক এবং ওদেসা শহরে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানিয়েছেন, হামলা ছিল ব্যাপক এবং পরিকল্পিত।
রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার নজিরবিহীন হামলার পর, প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিক মিত্রদের আহ্বান জানিয়েছেন যাতে প্যারিস বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। তিনি বলেছেন, “যুদ্ধের শুরু থেকেই কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, এমন সময়ে এ ধরনের হত্যাকাণ্ড ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা।”
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স