আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বলেছেন, একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো আগেই দুইবার সমাধান হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ যেসব বিষয় নিয়ে কথা হয়, সেগুলোর সমাধান হয়েছে ১৯৭৪ সালে একটি চুক্তির মাধ্যমে। পরে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ঢাকায় এসে আবারও এই ইস্যু নিয়ে প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করেন। তাই পাকিস্তানের দৃষ্টিতে বিষয়টি দুইবার সমাধান হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জানায়, ১৯৭১ সালের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো, যৌথ সম্পদের ন্যায্য হিস্যা এবং ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তান সরকারের সময় নেওয়া বৈদেশিক সহায়তার অংশ পাওনা আদায়ের বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ। এসব নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
দুই দিনের সফরে ইসহাক দার শনিবার ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজনৈতিক ক্ষেত্রসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন।
রোববার সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর মধ্যে রয়েছে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বাণিজ্য সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমির সহযোগিতা এবং সংবাদ ও গবেষণা খাতে সমন্বয়।