আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ‘বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫’ জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী আর একই সঙ্গে দুই বা ততোধিক চাকরি করতে পারবেন না। লাভজনক কোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকলেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সরকারি নীতিতে স্পষ্ট বলা হয়েছে, একজন শিক্ষক একাধিক বেতন, ভাতা, সম্মানী বা আর্থিক সুবিধা নিতে পারবেন না। এমনকি সাংবাদিকতা ও আইন পেশায় কাজ করাও লাভজনক কাজ হিসেবে বিবেচিত হবে। নীতিমালা ভঙ্গ করলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, পদ শূন্য থাকলে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তন (বদলি) করতে পারবেন। প্রয়োজন হলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ারও বিধান রাখা হয়েছে। স্কুল–কলেজে কোন স্তরে কতজন শিক্ষক-কর্মচারী প্রয়োজন, নিয়োগের শর্ত, পদমর্যাদা এবং প্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা, এসব বিষয় নতুন ৬১ পৃষ্ঠার নথিতে বিস্তারিত যুক্ত করা হয়েছে।
নীতিমালা প্রকাশের পর শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষক নিয়মগুলোকে সময়োপযোগী হিসেবে স্বাগত জানালেও, কেউ কেউ জানিয়েছেন, লাভজনক কাজের সংজ্ঞা অনেক ব্যাপক হওয়ায় বৈষম্যের আশঙ্কা তৈরি হতে পারে।