
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাসী অপেক্ষা করছে বছরের শেষ সূর্যগ্রহণের জন্য। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে এই বিরল মহাজাগতিক ঘটনা সবাই দেখতে পাবেন না, নির্দিষ্ট কিছু দেশ ও অঞ্চলের মানুষই এই দৃশ্যের সাক্ষী হবেন।
গত ৭ সেপ্টেম্বর আকাশে দেখা গিয়েছিল চন্দ্রগ্রহণ, যা অনেকেই ‘রক্তচন্দ্র’ হিসেবে উল্লেখ করেছিলেন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও ঘটছে আরেকটি গ্রহণ। এবার সূর্যের কিছু অংশ চাঁদের আড়ালে চলে যাবে, ফলে সূর্যকে আকাশে বাঁকা বা অর্ধচন্দ্রাকার রূপে দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সূর্যগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ১৯:৪৩ মিনিটে এবং অল্প সময়ের ব্যবধানে শেষ হবে। গ্রহণের তীব্রতা ও দৃশ্যমানতা অঞ্চলভেদে ভিন্ন হবে।
কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?
নিউজিল্যান্ড: ডুনেডিন শহরে সূর্যের প্রায় ৭০ শতাংশ আড়াল হয়ে যাবে।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল: স্পষ্টভাবে দেখা যাবে আংশিক গ্রহণ।
দক্ষিণ প্রশান্ত মহাসাগর: বিভিন্ন দ্বীপপুঞ্জ থেকে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে।
অ্যান্টার্কটিকা: তুলনামূলক বেশি অংশ আড়াল হবে, ফলে এটি হবে সেখানকার দর্শকদের জন্য বিরল অভিজ্ঞতা।
অন্যদিকে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ উত্তর গোলার্ধের বেশিরভাগ দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। আমেরিকারও অধিকাংশ অঞ্চলে দৃশ্যমান হবে না এ মহাজাগতিক ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও পৃথিবীর সবাই এই গ্রহণ সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন না, তবু এটি জ্যোতির্বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষত এই সূর্যগ্রহণ ঘটছে সেপ্টেম্বর বিষুবের একদিন আগে, যখন দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে।
সূত্র: Indian Express




























