আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার জানিয়েছে, ২২ ক্যারটের প্রতিভরি স্বর্ণের দাম ২,৫০৮ টাকা হ্রাস পেয়েছে। নতুন দাম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আজ সভা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতিভরি স্বর্ণের দাম এখন ২,২৬,৯২৩ টাকা, ২১ ক্যারটের দাম ২,১৬,৬০০ টাকা, ১৮ ক্যারটের দাম ১,৮৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১,৫৪,৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল। রোববার (২৮ ডিসেম্বর) সর্বশেষ বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ১,৫৭৫ টাকা বাড়ায়। এই বাড়তি দামে টানা ৮ দফায় স্বর্ণের দাম বেড়েছে মোট ১৮,৩৩৬ টাকা। বিশেষভাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রোববার ২,২৯,৪৩১ টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড করা হয়।
বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের এই দাম কমা বিনিয়োগকারীদের লাভ নেওয়ার প্রক্রিয়া এবং বিশ্ববাজারে স্বর্ণের চাহিদার হ্রাসের সঙ্গে সম্পর্কিত।