আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি:;দেশের বিভিন্ন স্থানে এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেনে অনেকেই অনীহা দেখাচ্ছেন। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব ধাতব মুদ্রা আইন অনুযায়ী বৈধ এবং নগদ লেনদেনে এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি কিছু অঞ্চলে ১ ও ২ টাকার কয়েনকে নগদ লেনদেনে ব্যবহার করতে অনীহা প্রকাশ করা হচ্ছে, যা প্রথাগত আইনের লঙ্ঘন। ব্যাংক উল্লেখ করেছে, কাগজের নোটের মতোই ধাতব মুদ্রাও বৈধ এবং সকল ধরনের লেনদেনে ব্যবহারযোগ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের অর্থনীতিতে ছোটোখাটো লেনদেনের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এবং জনগণকে ধাতব মুদ্রা ব্যবহারে উৎসাহিত করতে, সবাইকে সচেতন হতে হবে। তাই ব্যবসায়ী, ব্যাংক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে যে, লেনদেনের সময় এক ও দুই টাকার কয়েন গ্রহণে সহযোগিতা করবেন।
অর্থনীতিবিদরা মনে করেন, কয়েনের ব্যবহার বন্ধ হলে ক্ষুদ্র লেনদেন ও খুচরা অর্থনীতিতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দৈনন্দিন বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লেনদেনে ধাতব মুদ্রা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার লক্ষ্য দেশের অর্থনীতিতে নগদ লেনদেনের স্বচ্ছতা এবং সহজলভ্যতা নিশ্চিত করা।