আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন, এ প্রস্তাবের সঙ্গে একমত হয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে দেশের পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও ঐকমত্য হয়েছে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ সিদ্ধান্ত হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর হবে—এটি আগেই প্রাথমিকভাবে ঠিক হয়েছিল। আজ আমরা চূড়ান্ত করেছি যে সংবিধানে এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘১০ বছরের সীমা অতিক্রম করবে না, এটি আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল। তবে নিয়োগ কমিটি বা নতুন কোনো সংবিধিবদ্ধ বিধান নিয়ে মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
আলোচনায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাবও উত্থাপিত হয়। রাজনৈতিক দলগুলো প্রস্তাবের মূল বিষয়গুলোতে একমত হয়েছে। তবে কমিশনের কাঠামো, দায়িত্ব ও আইনি প্রক্রিয়া নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
আলী রীয়াজ বলেন, ‘একটি স্বাধীন পুলিশ কমিশন হলে পুলিশ বাহিনীর দক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে, জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষের অভিযোগগুলোও সুষ্ঠুভাবে নিষ্পত্তি হবে।’