আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড ভাঙার মতো উল্লম্ফন দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাফে ৮ হাজার ৩৩৯ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করা হলো। নতুন এই দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের (তেজাবি স্বর্ণ) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেটের এক ভরি সোনা: ২,৫২,৪৬৭ টাকা
২১ ক্যারেটের এক ভরি সোনা: ২,৪০,৯৭৮ টাকা
১৮ ক্যারেটের এক ভরি সোনা: ২,০৬,৫৬৯ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ১,৬৯,৬৫৩ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে, সোনার সঙ্গে রুপার দামেরও বৃদ্ধি হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে ৬,৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের শুরু থেকে দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বাজারের ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য নজরকাড়া পরিবর্তন।