আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর খাদ্য পরিস্থিতিতে সামান্য উন্নতি দেখা গেলেও সংকট এখনো গভীর রয়ে গেছে। জাতিসংঘের তথ্যমতে, অঞ্চলটির অধিকাংশ মানুষ এখনও মারাত্মক খাদ্য অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এবং মানবিক পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।
খাদ্য নিরাপত্তা বিশ্লেষণকারী আন্তর্জাতিক কাঠামো ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, ত্রাণ কার্যক্রমের কারণে কিছুটা স্বস্তি মিললেও গাজার পুরো এলাকাই এখনও ‘জরুরি’ খাদ্য সংকটের স্তরে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে অন্তত ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য অনিশ্চয়তায় ভুগছে, যাদের মধ্যে এক লাখের বেশি মানুষ চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
আইপিসি সতর্ক করে বলেছে, এই অগ্রগতি অত্যন্ত ভঙ্গুর। মানবিক সহায়তা ব্যাহত হলে বা নতুন করে সহিংসতা শুরু হলে গাজায় খাদ্য পরিস্থিতি দ্রুত আবার ভয়াবহ রূপ নিতে পারে।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের অবরোধ, সংঘাত ও ত্রাণ সংকটের কারণে অপুষ্টি ও অনাহারে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে, যা সংকটের মানবিক মাত্রাকে আরও গভীর করে তুলছে।
মানবিক সংস্থাগুলোর মতে, গাজায় স্থায়ীভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত ত্রাণ প্রবেশ, স্থিতিশীল পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগ জরুরি। অন্যথায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লাখো মানুষের জীবন ঝুঁকির মুখে থেকেই যাবে।
সূত্র: জাতিসংঘ ও আইপিসি