আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে কোনো ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি বলে জানিয়েছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ পাওয়া যায়নি।
এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সম্ভাবনা তৈরি হলে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং মেডিকেল বোর্ডের মতামতই হবে চূড়ান্ত। বোর্ডের পরামর্শের ওপরই নির্ভর করবে তারেক রহমান কবে দেশে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না।
সূত্রগুলো জানায়, চিকিৎসার প্রয়োজন দেখা দিলে প্রথম অগ্রাধিকার থাকবে লন্ডন। তবে চিকিৎসকরা যদি দীর্ঘ বিমানযাত্রা খালেদা জিয়ার জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করেন, তবে সিঙ্গাপুরকে বিকল্প হিসেবে ধরা হবে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে তিনি অপেক্ষা করছেন মায়ের বিদেশি চিকিৎসক টিম এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের জন্য।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাত থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।