আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি চোখে পানি নিয়ে বলেন, আপনারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছেন, আমি সাধারণত দৃঢ় মনের মানুষ। কিন্তু আজ আমার চোখে পানি চলে এসেছে। মনে হচ্ছে, আমার বাবা ও দাদা-দাদির দোয়ার কারণেই আমি এত সম্মান ও ভালোবাসা পাচ্ছি। তবে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই।
রুমিন ফারহানা আরও বলেন, সরাইল ও আশুগঞ্জের মানুষ যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার তাওফিক দেন।
তিনি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারলে এই দুই উপজেলার উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তার আবেগঘন বক্তব্যের ফলে উপস্থিত লোকজনের মাঝেও অনুভূতিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।