
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক শীর্ষ নেতার পদত্যাগের প্রেক্ষাপটে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পথচলা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে। কে দলে থাকবেন বা না থাকবেন,এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়াই এনসিপির রাজনৈতিক সংস্কৃতি। পদত্যাগকারীদের সিদ্ধান্তকে দল সম্মান করে এবং সবাই যেন বিষয়টি ইতিবাচকভাবে নেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এনসিপির পূর্বঘোষিত কিছু পরিকল্পনায় পরিবর্তন এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সহিংস ঘটনা ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের রাজনীতিতে নতুন মোড় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদ ও অনিয়ম থেকে মুক্ত রাখতে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম নতুনভাবে সাজানো হচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, অতীতে যেসব বাহিনী বিরোধী কণ্ঠ দমনে তৎপর ছিল, তারা এখন চিহ্নিত অপরাধীদের ধরতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
এদিকে এনসিপির ভেতরে সাম্প্রতিক পদত্যাগ ও রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এসব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি তাদের নিজস্ব আদর্শ ও লক্ষ্য থেকে সরে আসছে না; বরং পরিবর্তিত বাস্তবতায় দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান নেওয়াই দলের মূল উদ্দেশ্য।


























