আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আরব বিশ্বের পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সংগঠনটি ঘোষণা দিয়েছে, এবার একক ভিসায় ভ্রমণ করা যাবে ছয়টি আরব দেশে।
এই ভিসার নাম “জিসিসি গ্র্যান্ড টুরিস্ট ভিসা”, যা ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসার মতোই কাজ করবে। অর্থাৎ একবার ভিসা নিলেই পর্যটকেরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েত, এই ছয় দেশে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, চলতি বছরের শেষ প্রান্তিকেই (অক্টোবর–ডিসেম্বরের মধ্যে) পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করা হবে। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
তিনি আরও বলেন, “উপসাগরীয় অঞ্চলে অভিন্ন ভিসা ব্যবস্থা চালু হলে পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে। এটি জিসিসি অঞ্চলে ভ্রমণকারীদের আকর্ষণ আরও বাড়াবে এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।”
তবে এখনো এই ভিসার মেয়াদ, ফি ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, পরীক্ষামূলক পর্যায়ের সফলতা অনুযায়ী এই তথ্যগুলো প্রকাশ করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ কার্যকর হলে মধ্যপ্রাচ্য বিশ্বপর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে, যা আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র: Gulf News