
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতির কথা জানাল ন্যাটোভুক্ত দেশ ফিনল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি সরকার কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, আমি তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত।
ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী, কোনো দেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট, তবে তা বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব থাকা আবশ্যক।
২০২৩ সালের অক্টোবর থেকে এ বিষয়টি নিয়ে ফিনল্যান্ডে অভ্যন্তরীণ আলোচনা চলছিল। অবশেষে প্রেসিডেন্টের এই বক্তব্যে বিষয়টি এখন নতুন গতি পেয়েছে।
তবে ফিনল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ রয়েছে। ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস ও দ্য ফিনস পার্টি এর বিরোধিতা করছে, যদিও বেশ কিছু রাজনৈতিক দল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে।
বর্তমানে ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোটের সদস্য দেশের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।




























