আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ও ফ্রান্সের পথ অনুসরণ করে ইউরোপের ছোট রাষ্ট্র সান মারিনো ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। তিনি বলেন, “জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি। রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতির পথ আরও সুগম হয়েছে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, এন্ডোরা, মোনাকো এবং মেক্সিকো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিশ্ববাসী ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আরও অনেক দেশের সমর্থন আশা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সমাধানে কূটনৈতিকভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি