
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) এ তথ্য নিশ্চিত করেছে।
NCM জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ২টা ১১ মিনিটে সংঘটিত হয় এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল।
তবে সংযুক্ত আরব আমিরাতে এর কম্পন অনুভূত হয়নি এবং কোনো প্রকার প্রভাব পড়েনি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে থাকে, যা সাধারণত বড় ক্ষয়ক্ষতি ঘটায় না।




























