আওয়ার টাইমস নিউজ
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় অনুষ্ঠিত উপজেলা গণতান্ত্রিক যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে ড. রেদোয়ান আহমেদ বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমে ২৬টি রাজনৈতিক সংগঠন দীর্ঘ সময় সহযোগিতা করেছে। এর মধ্যে ১৪ দল এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও ছিল স্বৈরাচারের সহযোগী। স্বৈরাচারের দোসরের জন্য আলাদা কোন নীতি বা শর্ত হতে পারে না। তাই তাদেরও রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।
তিনি আরও বলেন, আজ আবার বড় গলায় দাবি করা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি জাতীয় পার্টি এবং অন্যান্য সহযোগী দলগুলোকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়, তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও একইভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।
সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি’র উপজেলা সভাপতি একেএম শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
সঞ্চালনায় ছিলেন পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি। সম্মেলনে প্রভাষক সাইফুল ইসলাম বাবরকে সভাপতি, রাজীব আহমেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাঈনুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।