আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম উম্মাহ একত্রিত থাকলে কোনো শক্তিই তাদের পরাজিত করতে পারবে না। বহিরাগত চাপ এবং ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।
রোববার (৭ সেপ্টেম্বর) তেহরানে ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে অব্যাহত ঐক্য ও সহযোগিতা শুধু উন্নয়ন ও অগ্রগতির পথই উন্মুক্ত করবে না, বরং কোনো শক্তি মুসলিম জাতিগুলোকে দমন করতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, ইসলামি ঐক্য ভাঙার জন্য প্রতিপক্ষ নানা ষড়যন্ত্র চালাচ্ছে। মুসলমানদের উচিত বিভেদ ভুলে একত্রিত থাকা।
ইরান-ইরাক সম্পর্কের প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, দুই দেশের ভৌগোলিক সীমান্ত কোনো বাধা নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি আসন্ন ইরাকি নির্বাচনের আলোকে জাতিগত ও সাম্প্রদায়িক বিভাজনকে ছাড়িয়ে রাজনৈতিক সংহতির আহ্বান জানান এবং ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন।
সূত্র: বার্তা সংস্থা মেহের, আল জাজিরা