
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে সৌদিতে প্রবেশের পূর্বেই যাত্রীদের রিটার্ন টিকিট সংগ্রহ করতে হবে। অন্যথায় ভ্রমণকারীদের বোর্ডিং পাস প্রদান করা হবে না বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বের সব দেশের নাগরিক এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে। ভ্রমণের তারিখ স্পষ্ট ও নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান সংস্থা ও ট্রাভেল অপারেটররা জানিয়েছেন।
বিমানবন্দরে চেক-ইন কাউন্টারেই রিটার্ন টিকিট পরীক্ষা করা হবে। তাছাড়া, যাত্রীরা ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে চাইলে নিজ দায়িত্বে টিকিট পুনর্নির্ধারণ করতে হবে।
ট্রাভেল অপারেটরদের মতে, ওমরাহ যাত্রীদের ভ্রমণ-ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা আনতে এবং ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই সৌদি কর্তৃপক্ষ নিয়মটিতে কঠোরতা বাড়িয়েছে। নতুন এই নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।



























