
আওয়ার টাইমস নিউজ।
প্রবাস ডেস্ক: ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
প্রথমে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— আমিন সওদাগর (পিতা আলী কব্বর সেরাং), আরজু (পিতা শহিদুল্লাহ) এবং রকি (পিতা ইব্রাহীম মেস্তুরী)। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় প্রবাসীরা জানান, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। নিহত সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। খবর পৌঁছালে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
সারিকাইতের স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে কেউ কেউ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ এমন মৃত্যুসংবাদ তাদের পরিবার ও এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি স্থানীয় বাংলাদেশ দূতাবাসও তদারকি করছে।






























