আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দুপুরে হোয়াইট হাউসে শুরু হওয়া এ বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলে। এতে ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করাই এখন সবচেয়ে জরুরি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যদি শান্তিচুক্তি হয়, তবে যুক্তরাষ্ট্র তার নিশ্চয়তা দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন।
এ আলোচনায় যোগ দেন ইতালি, জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের নেতারা। উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি এবং ন্যাটোর মহাসচিবও।
অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে ন্যাটোর কোনো উপস্থিতি তারা মেনে নেবে না।
সূত্র: বিবিসি