
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া ফিফটি, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এটি একপ্রকার ফিরে আসা। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর দীর্ঘ বিরতির অবসান ঘটাল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। মিরপুরের গ্যালারিতে উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন এক দুর্দান্ত ঘূর্ণি প্রদর্শনী। এই জয় শুধু সিরিজ জয় নয়, মিরাজের অধিনায়কত্বেরও প্রথম সাফল্য।
দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে তারা যোগ করেন ১৭৬ রান। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে দলের ভিত মজবুত করেন। পরে তাওহিদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৪৪) রান করে স্কোরবোর্ডে ২৯৬ রান যোগ করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন আকিল হোসেন। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি।
এরপর বল হাতে বাংলাদেশের ঘূর্ণি ত্রয়ী চালিয়ে যান একতরফা ধ্বংসযজ্ঞ। নাসুম আহমেদ ৬ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, তানভির ইসলাম নেন ২টি এবং রিশাদ হোসেন তুলে নেন ৩ উইকেট। অধিনায়ক মিরাজও যোগ করেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে আকিল হোসেনের ব্যাট থেকে। বাকিরা কেউই ঘূর্ণির ফাঁদ থেকে বের হতে পারেননি।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নিল (১৭৯ রানে)। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়।





























