
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হলো বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামল লিটন দাসের দল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে হেরে সিরিজও হাতছাড়া করল বাংলাদেশ।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। কিন্তু ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের ওভার থেকে একটি বাউন্ডারিও আনতে পারেননি ব্যাটাররা। উল্টো তৃতীয় বলে রিশাদ ও ষষ্ঠ বলে নাসুম আউট হন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৪৯ রান। ইনিংসের নায়ক ছিলেন হোপ (৫৫) ও অ্যাথানেজ (৫২)। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৩টি, রিশাদ ও নাসুম নেন ২টি করে উইকেট।
জবাবে বাংলাদেশের শুরুটা ধীর ছিল। সাইফ, লিটন ও হৃদয় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৪৪ রানে জীবন পাওয়া তানজিদ ৬১ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। লিটন করেন ২৩ রান, জাকের ১৭। অধিনায়ক হিসেবে লিটন দাসের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
১৬ ওভার শেষে জয়ের আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ—হাতে ছিল ৭ উইকেট, দরকার ২৪ বলে ৪২ রান। কিন্তু শেষ চার ওভারে ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ২৭ রান। এখানেই হার নিশ্চিত হয় লাল-সবুজের দলের।
প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হারা বাংলাদেশ আজ ১৪ রানে হেরে সিরিজটিও (৩ ম্যাচের) ২-০ ব্যবধানে হারাল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (২০ ওভার) – হোপ ৫৫, অ্যাথানেজ ৫২; মোস্তাফিজ ৩/২১
বাংলাদেশ: ১৩৫/৮ (২০ ওভার) – তানজিদ ৬১, লিটন ২৩; আকিল ৩/২২, শেফার্ড ৩/২৯
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: রোমারিও শেফার্ড
সিরিজ অবস্থা: ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে এগিয়ে


























