আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনাল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল, আর শুরুটা হয়েছে স্বপ্নের মতোই!
২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৯/০ এখনো পর্যন্ত কোনো উইকেটের পতন হয়নি।
ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দুজনেই অর্ধশতক পূর্ণ করেছেন, এবং গড়েছেন ১০ বছরের মধ্যে মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
১৬তম ওভারে গুড়াকেশ মোতির করা চতুর্থ বলে ছক্কা মেরে নিজের সর্বোচ্চ ইনিংস স্পর্শ করেন সাইফ হাসান। ওভারের শেষ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি।
অন্যদিকে, সৌম্য সরকার ১৪তম ওভারে ২ রান নিয়ে ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূর্ণ করেন।
১৪ ওভারে বাংলাদেশ ৯৪/০
১৮ ওভারে ১২৩/০
২০ ওভারে ১৩৯/০
সৌম্য সরকার ও সাইফ হাসানের এই জুটি এখন পর্যন্ত ক্যারিবীয় বোলারদের হতাশ করে রেখেছে।
এই পারফরম্যান্সে বাংলাদেশ দল আশাবাদী আজকের ম্যাচ জিতে সিরিজ নিজের করে নিতে।
সিরিজ এখন ১–১ সমতায়, তাই আজকের ম্যাচই নির্ধারণ করবে-কার হাতে উঠবে ট্রফি।