
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢামেকে তার মাথায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “ক্রিটিক্যাল বলতে যা বোঝায়—হাদির কন্ডিশন ঠিক সেই অবস্থাতেই আছে।”
চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পর তার ‘সাইন অব লাইফ’ ছিল। অস্ত্রোপচারের সময় এনেসথেসিয়া বিশেষজ্ঞরাও তার শ্বাস-প্রশ্বাসের নিজস্ব প্রচেষ্টা টের পেয়েছেন। ডা. জাহিদ বলেন, “উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।”
অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণ দেখা যায়। চিকিৎসকরা জানান, নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, গুলিটি মাথার এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। তবে মস্তিষ্কের ভেতরে বুলেটের কিছু ক্ষুদ্র টুকরা থেকে গেছে। অস্ত্রোপচারের সময় কয়েকটি ছোট ফ্রেগমেন্ট অপসারণ করা হয়।
শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগরে প্রচার-প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাটি তদন্তে দাবি উঠেছে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার।




























