আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় কোমায় রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, হাদীর মাথায় গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে বেলা ২টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে এবং গুলি চালানোর পর দ্রুত পালিয়ে যায়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদীর বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং বর্তমানে তার উপর জরুরি চিকিৎসা চলছে।
ওসমান হাদী এর আগে অভিযোগ করেছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হাদী উল্লেখ করেছিলেন, তার বাড়ি ও পরিবারকে লক্ষ্য করা হচ্ছে এবং তাকে শেষ করতে চাওয়া হচ্ছে।
ঢাকা–৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত। নির্বাচনের প্রার্থী হিসেবে হাদী এলাকায় পরিচিত থাকলেও এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সমগ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো হামলাকারী শনাক্ত বা গ্রেফতার হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, ওসমান হাদীর অবস্থা গুরুতর, এবং তিনি কোমায় রয়েছেন।