আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়েছে। কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পর এবার ইয়েমেনকে নিশানা বানিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে চালানো বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম AP News। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির ও আল-সিত্তিন এলাকায় ঘরবাড়ি ও একটি চিকিৎসাকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমে সরকারি ভবনও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের বের করে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন।
হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করেছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলাগুলো ছিল হুথি বিদ্রোহীদের সামরিক অবকাঠামো, জ্বালানি কেন্দ্র এবং প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে চালানো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters জানিয়েছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত অভিযান আরও বিস্তৃত করছে।
পরপর দুটি দেশে ইসরায়েলি হামলার ঘটনায় সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়ে গেছে। পর্যবেক্ষকরা বলছেন, এই আগ্রাসন শুধু ইয়েমেন নয়, গোটা অঞ্চলের নিরাপত্তাকেই নতুন করে হুমকির মুখে ফেলেছে।
সূত্র: Reuters, AP News